প্রথম দেখায় পুরুষের প্রস্তুতি
শামীমের পরিবার থেকে বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চৈতিকে সবাই মিলে পছন্দ করেছে শামীমের জন্য। এরপর চৈতির সঙ্গে বেশ কিছু দিন ফোনে আলাপ হচ্ছে তার। কথায় চিন্তায় বেশ মিলে যায় তাদের। দেখা করার সিদ্ধান্ত হয়। প্রথম দেখা হবে এটা নিয়ে দুজনেই বেশ উৎফুল্ল এবং কিছুটা নাভার্সও। চৈতি বিশেষ দিনটির জন্য একটি নতুন শাড়ি বেছে নেয়, সঙ্গে ছোট গয়না। ম্যাচিং লিপিস্টিক, চোখে কাজল, ব্যাগ আর জুতার বিষয়েও সচেতন সে। প্রথম দেখা তাই সাজটাও সারে খুব পরিপাটি করে, যত্ন নিয়ে। অন্যদিকে শামীম ভাবছে, সে...
Posted Under : Health Tips
Viewed#: 548
আরও দেখুন.

